একটি মেয়ে টুম্পা
- বিশ্বজিৎ মালাকার ০৫-০৫-২০২৪

স্বপ্নের মতো দেখা অচেনা এক দৃষ্টি,
টুম্পা নামে আমি তারই করেছি সৃষ্টি।


প্রথম দেখায়,
তোমার লম্বা লম্বা চুল-
দেখে আমি হয়েছি যে আকুল।
কাঁজল কালো চোখদুটি টানা টানা,
তারই যাদুতে হয়েছি আমি আটখানা।
তোমার কানে ঐ লম্বা লম্বা দুল,
দেখে আমি হয়েছি যে ব্যাকুল।
তোমার ঠোঁটের হাসি দেখে,
ভালোবাসায় আমি গেছি ফেঁসে।


অবশেষে,
জেনেছি এবার তোমায় ভালো করে,
ভালোবাসা নয় তোমার উচ্চাকাংঙ্খা দেখে।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।